Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হর্টিকালচার সেন্টার, শাসনগাছা, কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন জাতের ফল, ফুলের চারা/কলম এবং স্পন, মাদার, কাঁচা মাশরুম ও শুকনা মাশরুম বিক্রয় করা হয়। যোগাযোগ উপপরিচালক- 01700715935, উপসহকারী উদ্যান কর্মকর্তা- 01701230039, 01701230040, 01701230041, 01701230042। 


ভিশন ও মিশন

ভিশন

* সেন্টারের আওতাধীন জেলা ও উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে আলোচনা ও পর্যলোচনা করে লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপন্থা নির্ধারণ করা।

* গুনগত মানসম্পন্ন  ও উন্নত জাতের ফল, ফুল, মসলা,  শোভাবর্ধনকারী ও শাক সবজির সহ অন্যান্য উদ্যান ফসলের চারা/কলম ও বীজ উৎপাদন করা ও সরকারী নির্ধারিত স্বল্প মূল্যে বিতরণ করা।

* বিভিন্ন উদ্যান সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভিদ দের /ফসলের জার্ম প্লাজম সংগ্রহ ও সংরক্ষণ করা।

* উদ্যান উন্নয়নের লক্ষ্য মানসস্পন্ন চারা / কলম উৎপাদন   ও সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ কৃষক/কৃষাণী, স্কুল /কলেজের ছাত্র/ছাত্রী নার্সারী মালিক, এনজিও ও অন্যান্য পর্যায়ে কর্মকর্তা/কর্মচারীদের মাঝে হাতে কলমে প্রশিক্ষণ কাযক্রম বাস্তবায়ন করা। 

* উদ্যান বিষয়ক প্রযুক্তি হস্তান্তর ও সম্প্রসারণ এর লক্ষ্যে চাষী পর্যায়ে প্রদর্শনী বাস্তবায়ন।

* অধিকতর উদ্যান  ফসল উৎপাদন ও জনগনের পুষ্টি সচেতনতা  বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব ও জাতীয় কর্মসূচী বাস্তবায়ন করা।

* সেন্টারের কমান্ডিং এরিয়া উদ্যান ফসলের চারা / কলম ও বীজ বিতরণের ব্যবস্থা করা ।