Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হর্টিকালচার সেন্টার, শাসনগাছা, কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন জাতের ফল, ফুলের চারা/কলম এবং স্পন, মাদার, কাঁচা মাশরুম ও শুকনা মাশরুম বিক্রয় করা হয়। যোগাযোগ উপপরিচালক- 01700715935, উপসহকারী উদ্যান কর্মকর্তা- 01701230039, 01701230040, 01701230041, 01701230042। 


আামদের অর্জন সমূহ

হর্টিকালচার সেন্টার, শাসনগাছা, কুমিল্লা কর্মসম্পাদনের সার্বিক চিত্র

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষৎ পরিকল্পনা

* সাম্প্রতিক বছর সমুহের (৩ বছর) প্রদান অর্জন সমুহ

ক্রমবর্ধমান জনগোষ্টির খাদ্য চাহিদা পুরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত ৩ বছরে উদ্যান ফসল তথা আলু, সবজি, মসলা ,ফল ও ফুলের বাম্পার উৎপাদন করতে সক্ষম হয়েছে। হর্টিকালচার উইং এর আওতাধীন হর্টিকালচার সেন্টার সমুহ উদ্যান ফসল সম্প্রসারণে উল্লেখযোগ্য কার্যক্রম চলমান রয়েছে।এ কার্যক্রমে চাষীদেরকে উন্নত মানের চারা/কলম ও বীজ উৎপাদন ও বিতরন কার্যক্রম জোরদার করা হয়েছে। বিগত তিন বছর শাসনগাছা, কুমিল্লা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে ৭৭,৩৩২ টি ফলের চারা/কলম, ২৬,০০০ টি ফুল চারা/কলম, ২,৫০০টি শোভাবর্ধনকারী উদ্ভিদের চারা/কলম, ৩,১৫০টি ঔষধী চারা/ কলম, ২৪,৪০০টি মসলা চারা/কলম ১,৮৬,৯০০টি সবজি চারা উৎপাদন ও বিতরণ করা হয়েছে ।

* সমস্যা ও চ্যালেঞ্জ সমুহ:

মানব সম্পদ উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানের জন্য প্রতিটি সেন্টারে দেশ বিদেশ থেকে সংরক্ষিত জার্মপ্লাজম সংরক্ষণ করে মাতৃ বাগান সৃজন ও তা থেকে চারা/কলম উৎপাদন, ডিজিটাল ও ই-কৃষি সেবার জন্য প্রয়োজনী ইকুইপমেন্ট ও জনবল, জমির স্বাস্থ্যা ও উর্বরা শক্তি রক্ষা, উদ্যান ফসলের উৎপাদন ও তা প্রক্রিয়া জাত করণে প্রযুক্তি সর্স্পকে প্রশিক্ষণ, ফল ও সবজির গ্রহন বৃদ্ধির লক্ষ্যে পুষ্টি শিক্ষার প্রসার, কৃৃষিতে নারীর সম্পৃক্তায়ন এবং দক্ষতা বৃদ্দিকরণ , নিয়মিত প্রশিক্ষনে ব্যবস্থা করা, উদ্যান ফসল গবেষণা শক্তিশালীকরণ কাজ করে যাচ্ছে।

* ভবিষৎ পরিকল্পনা:

চাষী পর্যায়ে উন্নত ও গুনগতমানসম্পন্ন উদ্যান ফসলের চারা/কলম , বীজ উৎপাদন ও বিতরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি , মাটির স্বাস্থ্য রক্ষা ও সার ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তণের কারনে সম্ভাব্য ক্ষতিগ্রস্থ এলাকার উপযোগী কৃষি প্রযুক্তি সম্প্রসারণ , উচ্চ-মুল্য উদ্যান ফসলের উৎপাদন বৃদ্ধি , রপ্তানীর লক্ষ্যে মানসম্পন্ন ফসল উৎপাদন ও এর এলাকার সম্প্রসারণ , বাড়ির ছাদে উদ্যান পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়ন। উদ্যান ফসল উৎপাদন ও বাজার জাত করণ, সর্বস্তরে পুষ্টি শিক্ষার প্রসার, উপযুক্ত অবকাঠামোসহ বাজার ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ, কৃষিতে নারীর অধিকতর সম্পৃক্তায়নে দক্ষতা বৃদ্দিকরণ।

২০২২-২৩ অর্থবছরের সম্ভাব্য অর্জনসমূহ:

ক্রমিক নং বিবরণ চারা/ কলমের সংখ্যা
০১ ফলের চারা/কলম উৎপাদন ৩৭,৫০০টি
০২ ফুলের চারা/কলম উৎপাদন ১২,০০০টি
০৩ মসলা ফসলের চারা/ কলম /কন্দ উৎপাদন ১০,০০০টি
০৪ সবজির চারা উৎপাদন ৭৫,০০০টি
০৫ শোভাবর্ধনকারী উদ্ভিদের চারা/কলম ২,৫০০টি
০৬ ঔষধী ফসলের চারা/ কলম উৎপাদন ২,০০০টি
সর্বমোট ১,৩৯,০০০টি