সেবা সমূহঃ
১. ফুল, ফল ও শাক সবজির মান সম্পন্ন চারা কলম উৎপাদন ও বিতরণ
২. উফশী, বিশুদ্ধ জাতের ফলের চারা কলম উৎপাদন ও ন্যায্য মূল্যে বিক্রয় করা।
৩. বিভিন্ন উফশী জাতের ফলের মাতৃ বাগান সৃজন ও সংরক্ষণ।
৪. সংশ্লিষ্ট এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণের চাহিদা ভিত্তিক ফল/সবজির চারা/কলম উৎপাতন ও বিতরণ করা।
৫. ফলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি করণের প্রদর্শণী বাগান সৃজন করা।
৬. বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পারিবারিক পুষ্টি উন্নয়নে কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান ও চারা কলম বিতরণ করা।
৭. নতুল দেশি-বিদেশী উপযোগী উন্নত জাতের ফলের আবাদ সম্প্রসারণ করা।
৮. গবেষণাগার কর্তৃক নতুন উদ্ভাবিত ফল ও সবজির চারা কলম সহজ লভ্য করা।
৯. কৃষক ও নার্সারীম্যানদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা।
১০. ফলের উৎপাদন বৃদ্ধি করণে কৃষি সম্প্রসারণ বিভাগকে সহায়তা করা।
১১. এলাকায় সৃষ্ট বাগান সমূহের সমস্যা সমাধানে পরামর্শ দেয়া।
১২. লাভজনক ফল বাগান সৃজনে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস